রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী বাজরে আগুনে পুড়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার(২৩ ফেব্রæয়ারি) বিকালের দিকে রৌমারী সদর বাজারের হাজি¦ মার্কেটে বন্ধ থাকা চাউলের দোকান, ল্যাপ তোষক গুটাউন, তুলা ও বিভিন্ন মালামাল রাখা তিনটি ঘর আগুনে পুড়ে ছাই হয়। জানা গেছে, হাজি¦ মার্কেটে বিকালের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ঘরটি টিনসিটের ছিল বিধায় মুহুর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে আগুন লাগার দৃষ্য দেখে আশ পাশের লোকজন চলে আসে এবং আগুন নেভাতে সহযোগীতা করে। পরে রৌমারী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তৎক্ষনাত স্টেশন অফিসার খোরশেদ আলম ও স্টেশন লেডার ফারুক আহমেদের নের্তত্বে ১৫ সদস্যের একটি দল এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পানি দিয়ে আশপাশের দোকান বাসাবাড়ি আগুন থেকে রক্ষা করে। এতে গোডাউনে ভাড়াটিয়া আব্দুর রউফ, বাতেন, মন্টু মিয়া, আব্দুস ছালাম ও গোডাউন মালিক মাহুবরের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন তারা। গোডাউন মালিকের ছেলে সম্রাট মন্ডল জানান, এ গোডাউনে ৪ জন ভারাটিয়া ছিল। গোডাউনে রাখা ছিল চাউল, ল্যাপ তোষকসহ বিভিন্ন মালামাল। তবে আমার ধারনা বৈদ্যূতিক সার্কিট শটে আগুন লেগেছে গোডাউনে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজন না আসলে আগুন নেভানো সম্ভব হতো না। এবিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে এসে তাড়াতাড়ি দাউদাউ করে আগুনের তীব্রতা নিভানো সম্ভব হয়েছে। একটু দেরি করলেই আশপাশের সব দোকান পাট ও বাসাবাড়ি আগুনে পুড়ে ছাই হতো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.