বানিয়াচং প্রতিনিধিঃ (২০ ফেব্রুয়ারি) রাত্র ০৮.০০ ঘটিকায় বানিয়াচং থানাধীন শুটকী ব্রীজের উত্তর পাশে ড্রাইভারশনের ইটসলিং রাস্তার উপর হবিগঞ্জ চৌধুরী বাজারের আলুর ব্যবসায়ী হাফিজুর রহমান ও তাহার ম্যানেজার বিক্রম শুক্ল বৈদ্য (২২) দ্বয়কে মারধর করিয়া নগদ অর্থ ও মোবাইল ডাকাতির ঘটনায় জড়িত একাধিক ডাকাতি মামলার আসামী কুখ্যাত ডাকাত মোঃ জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। (২২ ফেব্রুয়ারি) রোজ মঙ্গলবার দিবাগত রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই (নিঃ) শামছুল ইসলাম, এসআই মনিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই তোহা সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ- পূর্ব ইউনিয়নের দোয়াখানী মহল্লার মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়। আসামী জুয়েল মিয়ার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রুজু করে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.