সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে বই ২১শে মেলার নামে অভিনব কায়দায় চাঁদা তুলার অভিযোগ উঠেছে। ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ২ টার দিকে ২১শে বই মেলা অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা থাকলেও,মুক্তিযুদ্ধা সংগঠনকে অবমাননাকর ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় অস্থিতিশীল পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হওয়ায় , সময় মতো উদ্বোধন করতে পারেনি ২১শে বই মেলা। এনিয়ে এলাকায় চলছে আলোচনার ঝড়। জানা যায় মধ্যনগর সাহিত্য পরিষদের উদ্যোগে ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার থেকে এক সপ্তাহ ব্যপি বই মেলা চলবে। এ প্রচার প্রচারনা দিয়ে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে সল্প পরিষরে আয়োজন করেছেন । এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম গণমাধ্যম কর্মীকে জানায়, মধ্যনগর সাহিত্য পরিষদের নামে কয়েকজন অসাধু ব্যবসা শুরু করেছে, দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় সম্মাননা না করে, অপমান জনক আচরণ করেছে। তারা আমর মুক্তিযুদ্ধা সংগঠন থেকে টাকা নিয়েও সম্মান জনক স্থানে রাখেনি, আমি সাহিত্য পরিষদের নামে বানিজ্যের মেলা বন্ধের দাবী জানাচ্ছি এবং আমি উদ্যোক্তাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.