প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২২, ৪:৪০ অপরাহ্ণ
একুশ মানে -এম.আবু বকর সিদ্দিক

একুশ মানে
এম.আবু বকর সিদ্দিক
একুশ মানে মাতৃভাষা
রক্ষা করার পণ,
একুশ মানে রক্ত দিয়ে
প্রতিবাদের ক্ষণ ৷
একুশ মানে ছেলে হারা
মায়ের অঝোর কান্না,
একুশ মানে ঢাকা শহর
রক্তে ভাসা বন্যা ৷
একুশ মানে ভাষার জন্য
জীবন দেয়ার স্মৃতি,
একুশ মানে বিশ্ব জুড়ে
মাতৃভাষা প্রীতি ৷
একুশ মানে মায়ের বুলি
কেড়ে নেয়ার গুলি,
একুশ মানে বাংলা ভাষায়
চিত্র আঁকার তুলি।
একুশ মানে রফিক জব্বার
শফি বরকত ছালাম,
বিশ্ববাসী মুগ্ধ হয়ে
করছে যাদের প্রণাম ৷
================
মোঃ আবু বকর সিদ্দিক
বাসাবাটি, বাগেরহাট পৌরসভা ৷
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.