নদী ও সাগর
-বাদল রায় স্বাধীন
কোথায় আছে হাঙ্গর তিমি,
কোথায় অবাধ জল,
কোথায় আছে জাহাজ
নৌকার,অবাধ চলাচল ?
কার তীরেতে দাড়িয়ে বলো,
দিগন্ত যায় দেখা,
সূর্যাস্তের দৃশ্যটা হয়,হৃদয় পটে আঁকা।
ইলিশ মাছের উৎস এবং,
শঙ্খ চিলের দল,
কোন খানেতে অধিক হারে,
পাওয়া যায়রে বল।
ঝর্নাগুলো ছুটে চলে,
কার সঙ্গমের আশায়,
পালের নৌকা কার জলেতে,
আমরা সবাই ভাসায়?
বর্ষাকালে যৌবন বল,
কার উথলে উঠে,
ঘরবাড়ি ভাসিয়ে,
দুর্বার হয়ে ছোটে।
চোরাবালির মায়া জালে,
জীবন কোথায় থামে,
তারা দেশে ছড়িয়ে আছে,
সাগর নদী নামে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.