রেজাউল করিম : কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম শাহাব উদ্দিন ফরায়জী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত দিবা-রাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কনকন শীতে হাজারো দর্শকদের উপস্থিতিতে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান ফরায়েজীর পৃষ্ঠপোষকতায় ও অনুষ্ঠিত খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজ সেবক শাহাদাত কবির সাকি।উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, টঈটং উচ্চ বিদ্যালয় শিক্ষক মাষ্টার জামাল উদ্দিন, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও এম হোসাইনূর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,. বিশিষ্ট ব্যবসায়ী মাহামুদুল হাসান সোহাগ, পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সদস্য, মো.রেজাউল করিম, বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ ইলিয়াস ফারুকী প্রমুখ। ৮টি টিম নিয়ে গঠন করা এ টুর্ণামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিদ্বী ছিলেন, বারাইয়াকাটা ক্রিকেট দল" বনাম কাদিমাকাটা ক্রিকেট দল। কনকন শীতে টানটান উত্তেজনায় চলা ১২ ওভারের খেলায় প্রথম ব্যাটিং করে ৭৭ রান অর্জন করেন, কাদিমা কাটা ক্রিকেট দল। জবাবে ৭৯ রান করে সেমিফাইনাল নিশ্চিত করেন বারাইয়াকাটা ক্রিকেট দল।এসময় ধারাভাষ্যের দায়িত্ব পালন করেন মো. জিয়া, আম্পায়ার এর দায়িত্ব পালন করেন মো. রাজু। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মেহেদী হাসানা ফরায়েজী বলেন, আগমী সোমবার ২৮ ফেব্রুয়ারি রাত ৮ টায় একই মাঠে অনুষ্ঠিত হবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা। মাঠে থাকবে "মগনামা ক্রিকেট দল " বনাম "রাজাখী ক্রিকেট দল"।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.