
প্রেস বিজ্ঞপ্তি: করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে রবিবার (২৭শে ফেব্রুয়ারি) মাস্ক বিতরণ করা হয়। চট্টগ্রামস্থ পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল এন্ড কলেজে সকাল ১১ ঘটিকায় ৬০০ জন শিক্ষার্থীদের মধ্যে ১৫০০০ হাজার মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানটির আয়োজনে ছিল রোটারি ক্লাব অব ঢাকা, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা উদয়ন, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা প্রিমিয়ার, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা অর্কিড এবং সার্বিক সহযোগিতায় ছিল সিরাজ আনোয়ারা ফাউন্ডেশন ও রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং লেকসিটি। বাকলিয়া সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব (বেলাল) করোনা ভাইরাস প্রতিরোধে সকল শিক্ষার্থীদের মাস্ক পরিধানের এবং হাত ধোয়ার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবু তালেব (বেলাল), জনাব আব্দুল হান্নান (সহকারী সিনিয়র শিক্ষক), জনাবা লিপি বড়ুয়া (সহকারী সিনিয়র শিক্ষিকা) এবং রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সম্মানিত প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান সাজিদুল হক হাসান, চিটাগং ক্লাব অব চট্টগ্রাম লেক সিটির অতীত সভাপতি চিটাগং সাজ্জাদুল ইসলাম, বর্তমান সভাপতি রোটার্যাক্টর নাজমুল হাসান, সেক্রেটারী রোটার্যাক্টর কামাল হোসেন, ট্রেজারার রোটার্যাক্টর ইমরানুল ইসলাম তুহিনসহ প্রমুখ।