ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড: হিন্দু সনাতন ধর্মালম্বীদের অন্যতম শিব চতুদর্শী ও তীর্থ মেলা তিনদিন ব্যাপী আজ সোমবার (২৮ ফ্রেব্রুয়ারী) থেকে শুরু। এ উপলক্ষে সার্বিক ভাবে নেওয়া হয়ছে ব্যাপক প্রস্তুতি। তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শিব চতুর্দশী মেলা এবং ১৭-১৮মার্চ দোল পূর্ণিমা মেলা অনুষ্ঠিত হবে। এসময় দেশ ও বিদেশ থেকে পূণ্যার্থীরা পূণ্য লাভের আশায় চন্দ্রনাথ ধামে প্রতিবছর তীর্থ দর্শণ করতে ছুটে আসে লাখ লাখ ধর্মাবলম্বী নর নারী। কথিত রয়েছে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ পৃথিবীর সব তীর্থস্থান দর্শন করলেও অন্তত একবার যদি সীতাকুণ্ড তীর্থ ভূমি দর্শন না করে তাহলে তার তীর্থ দর্শন সম্পূর্ণ হয় না। মেলাকে ঘিরে তীর্থ যাত্রীদের নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসন,পুলিশ, আনসার বিডিপি, র্যাব, বিজিবি ও সংশ্লিষ্ঠ অন্যান্য সংস্থা সমুহ মেলা চলাকালীন সময় সার্বক্ষনিক সহাযোগীতা করবেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সকল রকম নিরাপত্তা গ্রহন করা হয়েছে। এতে প্রায় চার শতাধিক নির্রাপত্তা কর্মী নিয়োজিত থাকছেন।