প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২২, ৬:৫৪ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল পুলিশের জালে ইয়াবাসহ গ্ৰেফতার ১

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: অদ্য রোজ মঙ্গলবার (১ মার্চ) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌর শহরের মৌলভীবাজার রোডের হোটেল ইসাকি এমোস এর সামনে থেকে সন্ধ্যায় ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলী হোসেন পাপ্পু (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
মাদক কারবারি আলী হোসেন পাপ্পু মৌলভীবাজার সদর থানার মনুমুখ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকায় জমশেদ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে দীর্ঘ দিন ধরে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার সাথে যোগাযোগ করা হলে প্রতিবেদক'কে বলেন, শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত আসামি বর্তমানে শ্রীমঙ্গল থানার কাষ্টরিতে আছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানোর জন্য প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.