প্রেস বিজ্ঞপ্তি: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ০১ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক গভর্ণর ফজলে কবিরের সাথে ঢাকায় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আবু ফারাহ মোঃ নাসের উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশ ব্যাংকের গৃহীত বিভিন্ন নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ব্যবসায়ী সমাজের মতামত তুলে ধরেন। সমগ্র বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক অবস্থা বিরাজ করলেও তুলনামূলকভাবে বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন এবং করোনা অতিমারীকালে সরকার প্রদত্ত বিভিন্ন প্রণোদনা প্যাকেজের জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতি ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও সরকারের কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশ ব্যাংক গভর্ণর ফজলে কবির বলেন-দেশের উন্নয়নে বেসরকারি খাতের বিশাল ভূমিকা রয়েছে। বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং রপ্তানি বৃদ্ধিতে যুগোপযোগী কার্যক্রম
গ্রহণ করছে। সরকারি-বেসরকারি সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি মনে করেন এবং এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.