প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং ‘১৯ ব্যাচের সকল বিভাগের শ্রেণি প্রতিনিধিদের (সিআর) সাথে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মতবিনিময় করেছেন। আজ ০২রা মার্চ (বুধবার) ২০২২ খ্রি. বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে বেলা ১২.৩০ ঘটিকায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং উপ-পরিচালক (ছাত্রকল্যাণ) জনাব এটিএম শাহজাহান ও ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আসন্ন ২০২০-২১ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে বরণ করে নেওয়া এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শান্তিপূর্ণ রাখতে ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাদক ও র্যাগিং বিরোধী সচেতনতা তৈরিতে সহযোগিতা কামনা করা হয়।
সভায় বাংলাদেশ ছাত্রলীগ চুয়েট শাখা, ছাত্র ইউনিয়ন চুয়েট শাখা, জয়ধ্বনি, গ্রিন ফর পিস, ডিবেটিং সোসাইটি, রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন (আরএমএ), অ্যান্ড্রোমেডা স্পেস অ্যান্ড রোবটিক্স রিসার্চ অরগ্যানাইজেশন (অ্যাসরো), চুয়েট সাংবাদিক সমিতি, ক্যারিয়ার ক্লাব, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) স্টুডেন্টস ব্রাঞ্চ, ফিল্ম সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি, স্পোর্টস ক্লাব, কম্পিউটার ক্লাব, ভাষা ও সাহিত্য সংসদ, আমেরিকান সোসাইটি ফর মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার্স (এএসএমই) চুয়েট চ্যাপ্টার, কানাডিয়ান সোসাইটি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএসএমই) চুয়েট চ্যাপ্টার, সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স (এসপিই) স্টুডেন্ট চ্যাপ্টার, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনাল ম্যানেজমেন্ট সোসাইটি (আইইওএম) স্টুডেন্ট চ্যাপ্টার, আমেরিকান সোসাইটি ফর সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই) স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট অটোমোটিভ অ্যান্ড মোবিলিটি সোসাইটি (সিএএমএস) এবং অন্যান্য ছাত্রকল্যাণ অনুমোদিত সংগঠনসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এর আগে সকাল ১০.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট ও সহকারীবৃন্দদের সাথে ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.