সীতাকুণ্ড ভূমি অফিস সহকারীদের পূর্ণদিবস কর্মবিরতি

 ফারহান সিদ্দিক সীতাকুণ্ড: চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেনির কর্মচারীদের পদবি ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার (০১ মার্চ) থেকে বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি ডাকে, চট্রগ্রাম জেলার আয়োজনে ও সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিসে কর্মরত ভূমি প্রশাসন সহকারীদের উপস্থিতিতে আজ (০৩ মার্চ) দিনব্যাপি সেবা প্রদান বন্ধ রেখে কর্মরিবতি পালন করা হয়। কর্মবিরতিতে সীতাকুণ্ড ভূমি অফিসে সহকারী সাহেদ বলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি-উপ-সহকারী কর্মকর্তা, প্রাক্তন তহসিলদার ও প্রাক্তন সহকারী তহমিলদারকে ১৬ ও ১৭ গ্রেড হতে যথাক্রমে ১১ ও ১২ গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী সম্মতি থাকা সত্বেও ভূমি মন্ত্রনালয়ের ২০২১ সালের ১৮ই মার্চ তারিখে ১৫৯ স্মারকের পদোন্নতির সুপারিশ থাকাসত্বেও তা বাস্তবায়িত না হওয়ায় পূর্নদিবস কর্মবিরতি পালন করছি এবং দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশণা মোতাবেক তা বাস্তবায়নের দাবী জানাচ্ছি।

একই পদে থাকা নিজাম উদ্দিন বলেন প্রায় ৩০ বছর ধরে স্বপদে চাকরি করে আসছি এখনো কোন পদউন্নতি হয়নি। একই গ্রেডে সরকারী অন্যন্যা দপ্তর কর্মচারিদের নিদিষ্ট সময় পরপর পদউন্নতির হলেও এই দিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি থাকা সত্বেও কেন আমাদের এই দাবি পূরণে বিলম্ব হচ্ছে তা বোধগম্য নয়। এটা আমাদের চাওয়া নয় অধিকার আর এই অধিকার আদায়ে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি। এইদিকে কর্মচারিদের এমন কর্ম বিরতিতে চরম ভূগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। চরম খোপ-আর হতাশায় ফিরে যেতে দেখা যাই অনেকেই। এই বিষয়ে সেবা গ্রহিতা এক ব্যক্তি বলে প্রশাসনিক জটিলতার বেড়াকলে পরে ব্যাহত হচ্ছে সেবা প্রদান, এতে করে আমরা ভূগান্তিতে পড়ছি, দ্রুত দাপ্তরিক এমন সম্যাসা সমাধান করে পূর্ণদমে কার্যক্রম শুরু করা হোক সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে।