প্রেস বিজ্ঞপ্তি: আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী জঙ্গল কোকদন্দী এলাকায় ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক খানখানাবাদ ইউনিয়নের ইশ্বর বাবুরহাট এলাকার পূর্ব রায়ছটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার কারণে জঙ্গল কোকদন্ডি এলাকার মোঃ ইসমাইল, মোঃ হারুন ও করিম নামের তিন জনকে ৩০০০০ টাকা অর্থদণ্ড করেন ও দুটি ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করেন। অন্যদিকে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক অবৈধভাবে বালু উত্তোলন ও সংরক্ষণের কারণে খানখানাবাদের রায়ছটা এলাকার মোঃ আনিসুল ইসলামকে ১০০০০ টাকা অর্থদন্ড করেন ও একটি এস্কেভেটর জব্দ করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন,বাঁশখালী উপজেলায় নাপুড়া ছড়া ব্যতিত কোন বালু মহাল ইজারা লব্দ নয়।যারফলে অনেক অসাধুরা অবৈধভাবে বালু উত্তোলন করে বালুছড়ার আশেপাশের এলাকা,ব্রীজ- কালভার্ট সহ রাস্তা ভেঙে ফেলছে।
এতে সাধারণ মানুষ ক্ষতির সম্মুখে পড়ছে ও তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।যারফলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, অবৈধভাবে পাহাড় কাটা, কৃষি জমি থেকে মাটি কাটা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।যারা এর সাথে জড়িত তাদের তালিকা করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।ইজারা বহির্ভূত বালি উত্তোলন ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.