প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৯:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২২, ৫:১৮ অপরাহ্ণ
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ জ্বালানী তেল, গ্যাস, পরিবহন ভাড়া, চাল, ডাল, তেল, আটা, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিএনপির উদ্যােগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় সুবর্ণচর উপজেলার খাসেরহাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলার চরবাটা খাসেরহাট বাজারের পল্টন থেকে জিরো পয়েন্ট, সাগরিকা অফিসের পুরাতন ভবন, কলেজ হয়ে পুনরায় পল্টন জিরো পয়েন্টে এসে সবাই জড়ো হোন। সকাল থেকে ৩ ঘন্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল চলতে থাকে। এতে প্রায় ২ হাজারের অধিক বিএনপি'র কর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ সারোয়ার হোসেন দিদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব মোঃ নূরুল হুদা, উপজেলা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলি হাসান মোঃ তারেক, সদস্য সচিব মোঃ মামুন হোসেন রোহান, যুগ্ম-আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন' সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়াসহ বক্তারা বলেন, "নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে।" দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার জোরদাবী জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.