প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২২, ৬:১৫ পূর্বাহ্ণ
মোরেলগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশনের বকনা বাছুর বিতরণ

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশনের বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে। রোববার (৬ মার্চ) উপজেলার পুরাতন জেলখানা মাঠে ৬ টি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মধ্যে থেকে ৩৩৭ টি পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.শাহ-ই আলম বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদ হোসেন,ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা,ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস প্রমুখ। ৩৩৭ টি পরিবারের মাঝ থেকে আজ প্রধান অতিথি ৩৫ টি পরিবারের হাতে বকনা গরুর বাছুর তুলে দেন এবং বাকি বাছুরগুলোও পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.