মো.তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): যোগাযোগ খাতে উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশ গঠনে দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চলের রাস্তা ঘাট উন্নতির দিকে নিয়ে যেতে প্রতি নিয়ত নির্মাণ ও সুন্দর নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।ব্রাহ্মণবাড়িয়া-৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি রোববার (৬ মার্চ) সকাল সাড়ে১১টায় সরাইল অরুয়াইল ইউনিয়ন পরিষদ থেকে দুবাজাইল বাজার আরসিসি মেরামত রোড়ের কাজের উদ্বাধন করে তিনি এসব কথা বললেন। নারী এমপি বলেন, প্রত্যেকটি কাজের লক্ষ্য অর্জন করতে,জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আজ একটি উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেকে সঠিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আজ জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান হিসাবে ঘোষনা করা হয়েছে। আজ আমরা জাতি হিসেবে গর্বিত।
সরাইল উপজেলা বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী নিলুফা ইয়াছমিন, সরাইল উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া, উপজেলা এলজিইডি উপসহকারী প্রকৌশলী মো. মাসুদুর রহমান মজুমদার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন ভূইঁয়া,শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল, চুন্টা ইউপি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মো. হাবিবুর রহমান, ঠিকাদার জনি,অফিস সহকারী মো.সিরাজুল ইসলাম প্রমুখ।এমপি বলেন,বর্তমান সরকারকে উন্নয়নের রোড মডেল আখ্যায়িত করে নারী এমপি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে; এগিয়ে যাবে এর ধারাবাহিকতা কেউ ঠেকাতে পারবে না।সরাইল এলজিইডি সুত্রে জানান, সরাইল উপজেলা বিভিন্ন ইউনিয়নে ৪টি গুরুত্বপূর্ণ সড়কের (আরসিসিকরণ) পিচেরসড়ক টেকসই নির্মাণ কাজ অবশেষে শুভ উদ্বোধন করা হয়েছে। স্বানীয় সরকার এলজিইডি প্রকৌশলী অধিদপ্তর আর্থিক সহযোগিপ্রকল্পের আওতায় এ কাজ বাস্তবায়ন হবে। আর প্রকল্প গুলোর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭১লাখ ৪ হাজার ৯৫০টাকা।এর কাজের মধ্যে সরাইল উপজেলাধীন চুন্টাবড়বল্লা দেওবাড়িয়া সড়ক ( ৬০০মি:), শাহবাজপুর ইউপি বুড্ডা বাজার সড়ক-( ৪৬০০ মি:), শাহবাজপুর সার্কুলার রোড় কমিনিটি ক্লিনিক সড়ক( ৯৪০ মি:)
পড়েছেনঃ ৬৯