প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৯:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২২, ১১:৪২ পূর্বাহ্ণ
বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৮ মার্চ) রোজ মঙ্গলবার সকাল ১১ টায়"শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা"এই শ্লোগান কে কেন্দ্র করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরীর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা প্রমুখ। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে আমাদের প্রত্যেক কে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করতে হবে। নারীদের প্রতি যেনো কোন প্রকার বৈষম্য না হয় সেদিকে নজর রাখতে হবে সকল সচেতন নাগরিকদের। কারণ সভ্যতা বিকাশের ধারাবাহিকতায় নারী পুরুষের সমান অবদান রয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক মোশাহেদ মিয়া, দৈনিক আমার হবিগঞ্জের বানিয়াচং প্রতিনিধি শেখ সজীব হাসান,আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.