ডেস্ক রিপোর্ট: পদবী পরিবর্তন ও গ্রেড উন্নয়নের দাবিতে চট্টগ্রাম বিভাগীড কমিশনার, জেলা প্রশাসকসহ উপজেলা কার্যালয়ের তৃতীয় শ্রেনির কর্মচারীরা এ কর্মবিরতি পালন করেন। মঙ্গলবার ( ৮ মার্চ ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ব্যানারে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় ভবনের নিচে অবস্থান নিয়ে তারা এই কর্মবিরতি পালন করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১ মার্চ থেকে তাদের এই কর্মসূচি নিয়মিত চলছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মরত সব তৃতীয় শ্রেণির কর্মচারীরা পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূর করার দাবিতে এই কর্মসূচি পালন করছেন।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সদস্যরা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনসহ সব প্রশাসনিক দপ্তরের কাজ খুবই গুরুত্বসহকারে করে থাকে। অনেক সময়, সকাল থেকে মধ্য রাত পর্যন্ত আমাদের কাজ করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছি। প্রধানমন্ত্রীও আমাদের দাবির প্রতি সদয় সম্মতি দিয়েছেন। এর পরেও আমাদের পদ-পদবী ও গ্রেড উন্নয়ন করা হচ্ছে না। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত এ কর্মবিরতি চালিয়ে যাবো। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চট্টগ্রাম জেলার সহ সভাপতি ফজলে আকবর চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আরিফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উদয়ন কুমার বড়ুয়া, স্বদেশ শর্মা, নুরুল মোহাম্মদ কাদের, মোঃ আরমান চৌধুরী, মোরশেদ আলম, মোহাম্মদ হাশেম, প্রদীপ কুমার চৌধুরীসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.