পাইকগাছা (খুলনার ) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে সুখেন সরদার (৩৫) নামে এক চিংড়ি চাষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লস্কর ইউপির খড়িয়া ভড়েঙ্গার চক গ্রামের মৃত গোষ্ট সরদারের ছেলে সুখেন সরদার এলাকায় নিজ মৎস্য ঘেরে যান। এরপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাকে পানিতে ফেলে রেখে যায়।
এলাকাবাসী সুখেন সরদারের গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে এসে পানি থেকে তাকে উদ্ধার করে রাত পৌনে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, পুর্বশত্রুতার জেরধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান জানিয়েছেন, লাশ ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকালে পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে। এ ঘটনায় মৃতের মা অমেলা রানী সরদার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন। মামলা নং-০৮। তারিখ- ০৮.০৩.২২।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.