টাঙ্গাইলে জঙ্গিবাদ  প্রতিরোধে সেমিনার

টাঙ্গাইল প্রতিনিধিঃ  টাঙ্গাইল জেলার ছাত্র ,গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নাগরিকদের অংশগ্রহনে  জঙ্গিবাদ  প্রতিরোধে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভুমিকা  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ) দিনব্যাপী মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের বিজিই গ্যালারিতে জেলা পুলিশের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান  অধ্যাপক ড. ফরহাদ হোসেন। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান। এ সময় উপস্থিত  ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা ।

বাংলাদেশ পুলিশের মাদক দমন ও আন্তর্জাতিক  অপরাধ প্রতিরোধ  সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ডিএমপির এনডিসি সাইদ নাসির উল্লাহ। অনুষ্টানটি  পরিচালনা  করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়ব্রত পাল।