বালু উত্তোলনের দায়ে সেই ক্যাপিটাল পেট্রোলিয়ামকে ৫০ লক্ষ টাকা জরিমানা

ফারহান সিদ্দিক :সীতাকুণ্ড বারবকুন্ড সন্দ্বীপ চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের অপূরনীয় ক্ষতি করছিল ক্যাপিটাল পেট্রোলিয়াম নামের প্রতিষ্ঠানটি। একের পর এক বিভিন্ন স্পট থেকে বালু উওোলন করে যাচ্ছে এই বালু খেকো প্রতিষ্ঠান টি। বাড়বকুণ্ডের মান্দাটোলা এলাকা থেকে সরে গুলিয়াখালী সৈকতের কাছে ভাটেরখীল এলাকা থেকে বালু উত্তোলন শুরু করে প্রতিষ্ঠানটি। এরই মাঝে পরিবেশ অধিদপ্তর পর পর দুইবার নোটিশ করে তাদের কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেয় ক্যাপিটাল কর্তৃপক্ষকে।

নোটিশে সাড়া না দেয়ায় অবশেষে গত ২৭ ফেব্রুয়ারী এক আদেশে ক্যাপিটাল কর্তৃপক্ষকে ৫০ লক্ষ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন। পরপর দুইবার নোটিশ দিয়ে হাজির হতে বলার পরও তারা কোন সাড়া দেয়নি। গত ২৭ জানুয়ারি এক আদেশে তাদের বালু উত্তোলন বন্ধ, বালু উত্তোলনে ব্যাবহৃত যন্ত্রপাতি সরানো ও পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে ৫০ লক্ষ টাকা পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে তারা এই তিনটি নির্দেশ পালন না করলে পরিবেশ আদালতে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান মফিদুল আলম।