সময়ের নিউজ ডেস্ক: ফেসবুক ভিত্তিক সংগঠন এস এস সি ১৯৮৬ ব্যাচ এটি বাংলাদেশের বৃহৎ প্লার্ট ফম এই প্লাটফরমের চট্টগ্রাম বিভাগ ও জেলা সহ সারাদেশের ৮৬ বন্ধুদের আয়োজনে গত ১৭ ডিসেম্বর শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর স্টেশন রোড়স্থ পর্যটন করর্পোরশন হোটেল সৈকতে ৮৬ বন্ধুদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম বিভাগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন র নির্দেশনায় ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ৮৬ বন্ধুসভার মিলনমেলা শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে।
এ সময় ৮৬ ব্যাচ যে সকল বন্ধুরা মৃত্যুবরন করেছেন তাদের আত্মার স্মরনে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ৮৬ ব্যাচের বন্ধুরা ৮৬ ব্যাচ,মহান মুক্তিযুদ্ধ, ও দেশত্ববোধক গান ও পরিবেশন করেন। ৮৬ ব্যাচের প্রধান এডমিন আশরাফুল হক সোহেল, শহীদুল্লাহ সিদ্দিকী,মোঃ জাহাঙ্গীর সহ এডমিন প্যানেলের সবাই কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ৮৬ বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুরা এ সময়ে এডমিন প্যানেলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এ সময় ৮৬ বন্ধু মডারেটর জামাল উদ্দিন চৌধুরী সভাপতি, সাধারন সম্পাদক সহ নতুন কমিটির নেতৃবৃন্দের পদবী পরিচয় পত্র ঘোষনা করেন। এডমিন প্যানেলের নেতৃবৃন্দ ৮৬ ব্যাচের দেশব্যাপী আগামীর দিনের পরিকল্পনা সহ ৮৬ অসহায় সকল বন্ধুদের পরিবারের পাশে দাড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, সে সাথে সারা দেশব্যাপী ৮৬ র সকল বন্ধুদের নিয়ে অভিষেক অনুষ্ঠানের নানা পরিকল্পনার কথা ও জানান। ঢাকা, কুমিল্লা চাঁদপুর বাগেরহাট, রংপুর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ৮৬ বন্ধুরা বলেন দীর্ঘ ৩৫ বছর পর সারা বাংলাদেশের সকল বন্ধুরা সবাই ছুটে এসেছে শুধু মাত্র বন্ধুতের টানে। অনুষ্ঠানে ৮৬ ব্যাচের বন্ধুরা সকলে মিলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাপেল ড্র ও পরবর্তীতে পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.