
ফারহান সিদ্দিক: চট্রগ্রামের সীতাকুণ্ডে পৌরসভার ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করে উপজেলা প্রশাসন। সীতাকুণ্ড বাজারে রাস্তার দুইপাশে ভ্রাম্যমাণ অসংখ্য ছোট ছোট দোকান গড়ে উঠেছে যা রীতিমতো পথচারীদের হাঁটাচলা ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। এইসব ঝঁপরি-দোকান উচ্ছেদে নামে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। এই সময় দখলদার দোকানিদের দ্রুত দখলকৃত জায়গা অবমুক্ত করে নিজ অবস্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এছাড়াও উওর বাজারে একটি মিনি বাস স্ট্যান্ড ও বাইপাসে সুন্দর্যবধন সৃষ্টিকরতে উদ্যেগ নেন। এই সময় আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র আলহাজ্ব আদিউল আলম, প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহী পায়েল, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান, পৌরসদর ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকরা।