ফারহান সিদ্দিক: জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সীতাকুণ্ডে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ফায়ার সার্ভিস ডিফেন্স এর মহড়া অনুষ্ঠিত হয় । (১০ মার্চ) জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা দিবস উপলক্ষে সীতাকুণ্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দূর্যোগকালীন পূর্বপ্রস্তুতিমূলক ব্যবস্থাপনার নানা কসরত প্রদর্শণ করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সীতাকুণ্ড। এই সময় দূর্যোগকালীন ও অগ্নিকান্ডের সময় আটকে পড়া মানুষের উদ্ধার অভিযান পরিচালনা কৌশল ও সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যাক্তিদের দ্রুত হাসপাতালে স্থানান্তর প্রকিৃয়ার, বহুতল ভবন ও যে কোন অগ্নিকাণ্ডের সময় নিজেকে নিরাপদে রেখে অগ্নিনিবারক করা যাই সেই প্রকৃয়া সহ অগ্নিনিবারনের বিভিন্ন কৌশল দেখানো হয়। এছাড়াও গ্যাস সিলিন্ডারের অনাকাঙ্ক্ষিত আগুন কিভাবে নিজেকে সুরক্ষিত রেখে নিভানো যাই এসব কৌশল সম্পর্কে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেন সীতাকুণ্ড ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নূরুল আলম দুলাল। এইসময় সীতাকুণ্ড উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর রোলমডেল। বাংলাদেশ অতিদূর্যোগপূর্ণ দেশ হয়েও সফলতার সাথে এই সব মোকাবেলা করছে। তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের মতো দেশ বাংলাদেশের দূর্যোগ ব্যবস্থাপনার অনুসরণ করে এটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন এসিল্যন্ড আশরাফুল আলম, পিআইও আলমগির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ, পরিসংখ্যান কর্মকর্তা সৌরব পাল মিঠু, এলজিআরডি কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা , ক্ষুদে ইস্কুল শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দগণ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.