
প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত জেলা নাজির ও হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মরহুম আবদুর রাজ্জাকের পুত্র এস.এম নজরুল ইসলাম (৭২) গতকাল ৯ মার্চ বুধবার দিবাগত রাত সোয়া ১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নগরীর আসকারদীঘির দক্ষিণ পাড়স্থ ২৮২নং জামালখান লেইনের বাসায় অসুস্থতা বোধ করার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়- স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ ১০ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আসকারদীঘির দক্ষিণ পাড়স্থ শতদল ক্লাবের সামনে মরহুমের প্রথম নামাজে জানাযা ও বাদে আছর গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে দ্বিতীয় নামাজে জানাযাশেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন স্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাসহএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।