নিজস্ব প্রতিবেদক: মমতা যেভাবে শিশুদের নির্যাতনমুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছে তা সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে-চট্টগ্রাম সিটি করপোরশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম মমতা’র পরিচালনাধীন ‘নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা প্রকল্প’ এর উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা প্রকল্পের অর্জন ও ভবিষ্যত প্রেক্ষিত পর্যালোচনা বিষয়ক কর্মশালা ২৩ ডিসেম্বর সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। পবিত্র কোরান তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া কর্মশালার আলোচনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চসিক এর প্যানেল মেয়র কাউন্সিলর আফরোজা কালাম। সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এর সহায়তায় পরিচালিত উক্ত প্রকল্পের কর্মশালায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীগন, শিশু সুরক্ষা কমিটির সদস্য এবং অভিভাবকগন।
কর্মশালায় অংশগ্রহনমূলক আলোচনায় বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর মোঃ নাজমুল হক ডিউক, কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, কাউন্সিলর হুরে আরা বিউটি, কাউন্সিলর তছলিমা নূর জাহান রুবি, টাইগারপাস বহূমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোজাম্মেল হক, আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইকবাল, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মানিক, শিশু সুরক্ষা কমিটির সদস্য মোঃ ইবরাহীম ফরায়েজী, মো. মাইনুদ্দীন প্রমুখ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মমতা’র সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার। কর্মশালায় মমতা’র সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শন, নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা প্রকল্পের অর্জন ও ভবিষ্যত প্রেক্ষিত পর্যালোচনা বিষয়ক উপস্থাপনা, নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা প্রকল্পের ভিডিও প্রদর্শন করা হয়।
শিশুদের অংশগ্রহণে মুক্ত আলোচনায় শিশুদের অনুভুতি প্রকাশ করেন সুন্দবী পাড়া শিশুকেন্দ্রের শিশু ঝিনু পারভীন ও আগ্রাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রাশেদ। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মমতা’র পরিচালক সুব্রত বড়–য়া, ইকবাল আল মাহামুদ, প্রিয়তোষ দাশ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, শিশুদেরকে শাস্তি দেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে আমাদের সকলকে আরও সচেতন হতে হবে। মমতা যেভাবে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় শিশুদের নির্যাতনমুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছে তা সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। মমতা’র এসব কার্যক্রম যেন অব্যহত থাকে সে জন্য সিটি করপোরেশনের পক্ষ হতে সমন্বয় সাধনের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.