নিলিয়ান বম রুমা ( বান্দরবান) : বান্দরবানে রুমা উপজেলায় নারীর বিরুদ্ধে সকল নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ মার্চ) সকালে বান্দরবান জেলা পুলিশ আয়োজনের শিশু ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে-শিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট এর আওতায় নারীর বিরুদ্ধে সকল নির্যাতন প্রতিরোধের স্লোগান নিয়ে ইউনিয়ন ভিত্তিক সচেতনতামূলক ২নং রুমা সদর ইউনিয়নে সভা অনুষ্ঠিত হয়েছে। রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মার্মা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রুমা থানা ভার্প্রাপ্ত (তদন্ত) অফিসার মোঃ এনামুল হক। সভায় আরও অংশ গ্রহন করেন রুমা সদর ইউনিয়ন পরিষদের ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিরা আসনে সদস্য কল্যানি চৌধুরী , ১নং ওয়ার্ডের সদস্য আবু বক্কর, ২নং ওয়ার্ডের সদস্য ময়ুর উদ্দিন , ৯নং ওয়ার্ডের চাইশৈহ্লা মার্মা, রুমা বাজার পরিচালনা কমিটি সভাপতি অঞ্জন বড়ুয়া, রুমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো ইদ্রিচ মিয়া, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মাসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.