প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২২, ১০:২৩ পূর্বাহ্ণ
পত্নীতলায় প্রগতি লাইফ ইনসুরেন্সের মত বিনিময় সভা অনুষ্ঠিত

পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধিঃ নওগাঁ পত্নীতলায় প্রগতি লাইফ ইনসুরেন্সের বার্ষরিক প্রথম মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ মার্চ সকাল ১০ টায় পত্নীতলা প্রগতি লাইফ ইনসুরেন্স কার্যালয়ে সত্যেন কুমার মহন্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইনসুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চন্দ্র শেখর দাস ( এফ সি এ)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আই পি এল কৃষ্ণচুড়া প্রকল্প প্রধান কার্তিক পান্ডে, ধামইরহাট এজেন্সি অফিস ইনচার্জ মোঃ সাইদুল ইসলামসহ বাছাইকৃত শতাধিক এজেন্ট ও গ্রাহকগণ।
আলোচনা সভায় বক্তারা প্রতিটি মানুষের জীবনে ইন্সুইরেন্স কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন। আলোচনা সভা শেষে কাজের দক্ষতা অনুযায়ী মোছাঃ ফারজানা আতিয়া আশা, মোছাঃ মাস্তুরা, মোঃ সাইদুল ইসলাম, সত্যেন কুমার মহন্তসহ সাত জনকে সন্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.