বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকালএই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি উন্নয়ন কর আদায় বিষয়ক ক্যাম্পিং, র্যালী ও আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুক এর সভাপতিত্বে ভূমি অফিসের নাগরিক কর্নারে অনুষ্ঠিতহয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। আলোচনা সভা ও ক্যাম্পিং র্যালীতে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু ছালেক, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,চাম্বল তহসিলদার জয়নাল আবেদীন,জলদী চন্দন দাশ,কোকদন্ডী সহ তহসিলদার আবদুল মুবিন,বাণীগ্রাম তহসিলদার মোঃ আতিক,খানখানাবাদ তহসিল দার মোঃ ফরিদ ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। র্্যালীটি ভুমি অফিস থেকে শুরু হয়ে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.