ভুয়া সাংবাদিকদের তৎপরতা রোধে সাংবাদিক নেতৃত্বকে দায়িত্ব নেয়ার অনুরোধ চসিক মেয়রের

প্রেস বিজ্ঞপ্তি : যত্রযত্র ভুয়া সাংবাদিকদের তৎপরতা রোধে সাংবাদিক নেতৃত্বকে দায়িত্ব নেয়ার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্রতিদিনের দ্বিতীয় যুগে পদার্পন উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসে আয়োজিত সুধীজনের মিলন মেলায় এমন অনুরোধ জানান মেয়র। ‌ শুদ্ধ সাংবাদিকতার পক্ষে আরো বেশি ভূমিকা রাখবে বাংলাদেশ প্রতিদিন-এমন আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রামের মেয়র। তিনি বলেছেন, বাংলাদেশ প্রতিদিন গণমানুষের পক্ষে অসাধারণ ভূমিকা রেখে চলেছে। আশা করা যায় যুগ যুগ তা ধরে অব্যাহত থাকবে। চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। একে একে শুভেচ্ছা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোঃ ইসমাইল খান, মুক্তিযোদ্ধা প্রফেসর ড.ইদ্রিস আলী, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের পক্ষে অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন রাসেল, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক ম.শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজে যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়–য়া, চসিকের সাবেক প্যানেল মেয়র ও অমর একুশে বইমেলা ২০২২ এর আহবায়ক প্রফেসর ড. নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল হালিম দোভাষ, জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, ন্যাপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশ গুপ্ত, সিইউজে যুগ্ন সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, প্রেসক্লাবের নির্বাহী সদস্য দুলাল ভৌমিক, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের পক্ষে মোকাম্মেল হোসেন, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম এর ব্যুরো এডিটর তপন চক্রবর্তী, কালের কণ্ঠ চট্টগ্রাম ইনচার্জ মুস্তাফা নঈম, ডেইলি সান চট্টগ্রাম ইনচার্জ নুর উদ্দিন আলমগীর মিলন, বাংলাদেশ অবজারভারের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি মোশতাক আহমেদ ও সাধারন সম্পাদক হাসান ফেরদৌস, ছড়াকার বিপুল বড়–য়া, মহানগর নিউজ সম্পাদক শাহনেওয়াজ রিটন, ডেইলি স্টার চট্টগ্রাম ব্যুরো প্রধান শিমুল নজরুল, কালেরকণ্ঠের সিনিয়র রিপোর্টার আসিফ সিদ্দিকী, সত্যবানীর প্রধান প্রতিবেদক খোরশেদুল আলম শামীম, বনিক বার্তার ব্যুরো প্রধান রাশেদুল হক চৌধুরী ও সুজিত শাহা, দৈনিক পূর্বদেশে বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার মিজানুল ইসলাম, মহানগর বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন, আলহাজ্ব আব্দুল মান্নান, লালখানবাজার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, বেসরকারি সংস্থা যুগান্তরের পক্ষে সাইদুল আরেফিন, জাতীয় পার্টি নেতা নাছির উদ্দিন সিদ্দিকী, যুব নেতা হাসান মুরাদ, সাবেক শাহা তরুণ সংগঠক জাবেদুল আলম সুমন, মিথুন মল্লিক, বোধন সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, তরুণ সংগঠক মাহমুদুর রহমান শাওন, মির্জা ইমতিয়াজ শাওন, সাইফুল ইসলাম প্রমুখ।‌

প্রধান অতিথির বক্তব্য কালে মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, সাংবাদিকতার নামে মহলবিশেষের নেতিবাচকতা প্রতিরোধে প্রকৃত সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ প্রতিদিন এক্ষেত্রে সোচ্চার। সাংবাদিক নেতৃত্বকেও এই অপ প্রক্রিয়ার বিরুদ্ধে ভূমিকা রাখার আহŸান জানান মেয়র।

শুরুতে স্বাগত বক্তব্যে বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সমবেতদের বাংলাদেশ প্রতিদিনের প্রধান পৃষ্ঠপোষক, বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর সুযোগ্য উত্তরাধিকার বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্ব নঈম নিজামের পক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। ‌

কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চট্টগ্রাম সিটি মেয়র। অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রামের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সেলিম, স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম, রেজা মুজাম্মেল, মার্কেটিং এক্সিকিউটিভ আশরাফ উল্লাহ