কাশিয়াইশ সার্বজনীন শ্রীশ্রী মহাকালী বাড়ি ও লোকানাথ ধাম মন্দিরের উৎসব পালিত

প্রেস বিজ্ঞপ্তিঃ দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রাচীন মন্দির কাশিয়াইশ সার্বজনীন শ্রীশ্রী মহাকালী বাড়ি ও লোকানাথ ধাম মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও মহতী ধর্মসভা ৩ দিন ব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ই মার্চ শনিবার উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী শংকর সেনের সভাপতিত্বে, চান্দু দেব ও বাপ্পা দাশের যুগ্ম সঞ্চালনায় ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন মন্দিরের উপদেষ্টা বাবু মিলন সেন কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক ও ৮নং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু বরুণ তালুকদার, ধর্মীয় বক্তা বাবু খোকন চক্রবর্তী, সমাজসেবক ডাঃ গোপাল দাশ।৬ই মার্চ রবিবার নামযজ্ঞ অনুষ্ঠিত ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়,৭ই মার্চ সোমবার পূর্ণাহুতি মধ্য দিয়ে ৩ দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।