উখিয়া প্রতিনিধিঃ ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এস,ডি,রায়হান এর নেতৃত্বে উখিয়া উপজেলা ছাত্রলীগ এর আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়। মিছিলটি কোটবাজার অর্জিন হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আরব সিটি সেন্টারে সামনে গিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। মিছিলে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক ও যুবসমাজের আইকন এস,ডি রায়হান, ,উখিয়া উপজেলা যুবলীগ সেক্রেটারি-ইমাম হোছেন,উখিয়া উপজেলা যুবলীগ সহ-সভাপতি সাহাজাহান গাজী, উখিয়া উপজেলা যুবলীগ নেতা বাবর। এছাড়া আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ৫ ইউনিয়নের শতশত নেতা কর্মী। আনন্দ মিছিল শেষে এস,ডি রায়হান বলেন,যে নেতার জন্ম না হলে বাঙ্গালী জাতী পরাধীন থেকে যেত,পাকিস্তানের গোলামি করে থাকতে হতো, সেই নেতার জন্মদিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উখিয়া উপজেলার সব নেতাকর্মী শ্রদ্ধাভরে স্মরণ করছেন। বাংলা ও বাঙ্গালির একমাত্র প্রেরণা বঙ্গবন্ধু,তিনি জন্ম না হলে বাংলাদেশ কখনোই স্বাধীন হত না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তারই সুযোগ্যকন্যা অবিরাম কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি এস এম সাদ্দাম হোসাইন এর নেতৃত্বে, বঙ্গবন্ধুর আদর্শে একঝাঁক ছাত্রলীগ কর্মী নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তিনি সবসময়,মাঠ পর্যায়ে কাজ করে যাওয়ার জন্য সকল ছাত্রলীগ কর্মীদের পাশে থাকার আহবান জানান,সবার সহযোগিতা পেলে উখিয়া উপজেলায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সফল হবে বলে সবার প্রতি আশা রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.