প্রেস বিজ্ঞপ্তিঃ ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে চট্টগ্রামের অক্সিজেন রেললাইনস্থ মাষ্টার দা সূর্য সেন সবুজছায়া পার্কে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তরুন যুব সংগঠক মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সমন্বয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাষ্টার দা সূর্যসেন সবুজ ছায়ার প্রতিষ্ঠাতা কামাল উদ্দিন হিরা, বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান সজল, মহসিন দূর্জয়, সাংবাদিক সেলিম খোকন, সাংবাদিক লিটন ও শাহানা, আনিকা আকতার, মনির, সৈয়দা আমেনা, আসমা, তহিদুল ইসলাম রিয়াদ, বাধন, কামরুন নুর লাভনি, মানিক প্রমুখ। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চকলেট বিতরণ এবং বিনোদনের লক্ষ্য ইতিহাস পাঠের মাধ্যমে উক্ত কর্মসূচী শুরু হয়। কেক কাটা ও বিপ্লবি ইতিহাস চর্চার লক্ষ্য বক্তব্য প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি হয়। অনুষ্ঠানের সমাপনি বক্তব্য মোঃ আরিফুল ইসলাম হৃদয় বলেন, উক্ত পার্কে ইচ্ছার উদ্যোগে প্রতি সপ্তাহে বিনামুল্য পাঠদান কর্মসূচি চলমান থাকবে এবং এতে সংস্কৃতি চর্চার ব্যবস্থা সহ উন্মুক্ত পাঠাগার স্থাপন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.