উখিয়া,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার ৩৪ বিজিবি'র রেজুপাড়া বিওপির টহল দলের অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক উপজাতি যুবক আটক হয়েছে।১৭ মার্চ ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সুত্র জানায়,রেজুপাড়া বিওপি'র বিজিবি'র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিওপি হতে অনুমান ৪ কিলোমিটার পশ্চিমে উখিয়ার রত্নাপালং ইউপির তুলাতুলী আমবাগান নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। আনুমানিক ভোর সাড়ে ৪ টারদিকে কতিপয় ইয়াবা চোরাকারবারীদের ইয়াবা ক্রয়-বিক্রয়রত অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে চ্যালেঞ্জ করলে ইয়াবা চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদল ইয়াবা চোরাকারবারী উমং চাকমা (৩২)কে আটক করতে সক্ষম হয়।ধৃত মাদক কারবারি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি এলাকার ক্যাচাচিং চাকমার ছেলে।এসময় ধৃতের স্বীকারোক্তি মতে তার হেফাজতে রক্ষিত একটি ব্যাগ তল্লাশী করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার মুল্য ৩ কোটি ৯০ লাখ টাকা। ধৃতকে উখিয়া থানায় সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে বলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, কক্সবাজার ৩৪ বিজিবি'র অধিনায়ক লেঃকর্ণেল মেহেদী হোসাইন কবির।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.