সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নে সোনাবাড়ীয়ানের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের কাজ করে আসছেন তারই ধারাবাহিকতায় ওমর ইবনে খাত্তাব( রাঃ) দাখিল মাদরাসা মসজিদ কাঁচা রাস্তা মেরামতের সরকারি বরাদ্দ থেকে ২১৫ ফিট নতুন রাস্তার ইটের সলিং হয়েছে। সাথে সাথে ১৩০ফিট চলাচলের অযোগ্য পুরাতন রাস্তা নিজেস্ব অর্থায়নে মেরামত করেন। ১৯শে মার্চ ২০২২ শনিবার সরোজমিন পরিদর্শন কালে স্থানীয় মানুষ বলেন এই রাস্তাটি বর্ষার সময় কাদা চলাচলের অযোগ্য হয়ে পড়তো অল্প একটু রাস্তা ইটের সলিং থাকলেও সেটি ভেঙেচুরে গিয়েছিল চেয়ারম্যান সাহেবকে অবগতি করলে তিনি আমাদের রাস্তাটি মাদ্রাসা পর্যন্ত নির্মাণের ব্যবস্থা করেন এবং নিজস্ব অর্থায়নে ভাঙ্গা রাস্তাটি সংস্কার করে দেন।
অত্র মসজিদের ইমাম আবু সাঈদ সাংবাদিকদেরকে জানান মাদ্রাসাটিতে যাতায়াতের একমাত্র রাস্তা এটি কিন্তু বর্ষার সময়ে রাস্তা দিয়ে যেতে খুব সমস্যা হয় আমি এর আগেও সাবেক চেয়ারম্যান কে জানিয়েছিলাম মেম্বার কেউ জানিয়েছিলাম কিন্তু সেরকম কোন সমাধান পায়নি বরঞ্চ আগের সলিং রাস্তাটি দিনদিন খারাপের দিকে চলে গিয়েছিল চেয়ারম্যান সাহেব আমাদের একটি ২১৫ ফিট নতুন রাস্তা নির্মাণ করে দিয়েছেন পাশাপাশি চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তা মেরামতের কাজ করে দিয়েছেন।স্থানীয় বাসীন্দারা চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল কে রাস্তাটি সংস্কার ও নতুন রাস্তাটি করার জন্য ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.