ফারহান সিদ্দিক : সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম নিজস্ব অর্থায়নে ৩ পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছেন। আজ(২০ মার্চ) রোববার দুপুরে সোনাইছড়ি ইউনিয়নে ঘর তিনটির শুভ উদ্বোধন করে ৩ পরিবারের হাতে চাবি তুলে দেন সাংসদ দিদারুল আলম। এই সময় সংসদ সদস্য দিদারুল আলম বলেন, আমি শুধু মানুষের দোয়া চাই। মানুষের দোয়া ছাড়া আমার আর কোন চাওয়া-পাওয়া নেই। মানুষের জন্য কাজ করতে পারলেই আমি খুশি। আমার সুখ তখনই যখন অসহায় মানুষের মুখে হাসি ফুটে। এদিকে একই দিনে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর এলাকার রেহানা আক্তার নামে এক গৃহিণীকে নতুন ঘর উপহার দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ শাহাদাৎ হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.