পিরোজপুর প্রতিনিধি: ২০ মার্চ জাতীয় পার্টির প্রতিস্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর -৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সকাল -১১টায় সি ও অফিস পার্টির অস্থায়ী কার্যালয় খন্দকার প্লাজায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব নজরুল ইসলাম নির্বাহী সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি। জনাব মোঃ নজরুল ইসলাম যুগ্ন সাংগঠনিক সম্পাদক জাতীয় পার্টি পিরোজপুর। দোয়া পরিচালনা করেন জনাব মহিউদ্দিন জিহাদী সভাপতি জাতীয় ওলামা পার্টি পিরোজপুর । অনুস্ঠান সঞ্চালনা করেন জনাব আবুল কালাম সিকদার সাংগঠনিক সম্পাদক যুবসংহতি পিরোজপুর সভাপতিত্ব করেন জনাব মোঃ বশির আহমেদ। সদস্য সচিব জেলা জাতীয় পার্টি পিরোজপুর। আরো উপস্থিত ছিলেন আধপক নজরুল ইসলাম বাদশা, রফিকুল ইসলাম সেলিম, মুন্সি মুহাম্মদ ওমর ফারুক, বেলায়েত সরদার , মোঃ ইলিয়াস হোসেন মাঝিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতীয়পার্টির শাসনামল এদেশের সোনালী যুগ। জাতীয় পার্টির শাসনামলে কোন মসজিদ-মন্দিরে বৈদ্যুতিক বিল নেওয়া হতো না। মানুষ না খেয়ে থাকত না। আরো বলেন বর্তমানে তেলের লিটার- ১৮০ টাকা এরশাদ সাহেবের এর আমলে এই তেলের লিটার ছিল -৪০ টাকা। সভাশেষে পল্লীবন্ধু জন্য দোয়া কেক কাটা ও তবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.