ভোলা প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুক্তির উৎসব উপলক্ষে ভোলায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা, বাদ্যযন্ত্র ও নানা রঙয়ের সাজ সজ্জায় শোভাযাত্রাটি বর্ণিল রূপ নেয়। ভোলা জেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ শোভা যাত্রার আয়োজন করে। সকাল ৯টায় কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক মো. তৌফিক ই লাহী চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পতাকা ও নানা চিত্রকর্ম আর সাজ সজ্জিত ট্রাক নিয়ে সদর রোড, উকিলপাড়া হয়ে শোভাযাত্রাটি দৌলতখান উপজেলা সদরে গিয়ে সমাবেশ করে। সমাবেশে মুক্তিযুদ্ধ কালীন সময়ের ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন বীরমুক্তিযুদ্ধাগণ। সেখান থেকে শোভাযাত্রাটি বোরহানউদ্দিন উপজেলা ও লালমোহনের উদ্দেশ্যে যায় বনার্ঢ্য শোভাযাত্রাটি। লালমোহন উপজেলায় সমাবেশে মুক্তিযুদ্ধের অর্জন তুলে ধরে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধারা। শোভাযাত্রাটি যাওয়ার সময় পথে পথে শত শত মানুষ বীরমুক্তিযোদ্ধাদের অভিবাধন জানায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.