গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২০ মার্চ রবিবার সকালে সদর উপজেলায় চান্দনা স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন ২০২১-২২ করা হয়েছে। প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান অতিথি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন। সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী। প্রশিক্ষণে কোচের দায়িত্ব পালন করেন মোঃ আনোয়ার হোসেন খান ও ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী। ৫টি উপজেলা থেকে বাছাইকৃত ২৪ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। এছাড়া অত্র শিক্ষা প্রতিষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক - শিক্ষিকা ও প্রচুর ছাত্র-ছাত্রী উক্ত খেলা উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.