ফারহান সিদ্দিক : সীতাকুণ্ড সাগর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কুমিরা নৌ পুলিশ । উক্ত যুবকের নাম হানিফ শেখ (২৫) । সে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার হান্নান শেখের ছেলে। সোমবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুজিব শিপইয়ার্ডের পাশে উপকূলীয় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সীতাকুণ্ডের কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকরাম উল্লাহ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ পাওয়া যায়। পরে মরদেহের ছবি বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হলে মরদেহটি হানিফ শেখের বলে নিশ্চিত হই। হানিফ গত ১৮ মার্চ পতেঙ্গায় ডুবে যাওয়া জাহাজের নাবিক ছিল বলে জানতে পেরেছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.