প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে ১৭৩ম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস-২০২২ উপলক্ষে এক আলেচনা সভা ২১ মার্চ সোমবার সকালে নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন রয়েল রোডের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘একীভূত সমাজ ব্যবস্থা, অংশগ্রহণে বাড়ায় আস্থা’। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন ডাউন সিনড্রোম সোসাইটি চট্টগ্রাম চ্যাপ্টারের সমন্বয়কারী তাসনিম আবেদীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ আবদুর রব, বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ শাখাওয়াত উল্ল্যাহ, সিনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. রোজিনা ইসলাম, কনসালট্যান্ট (শিশু) ডা. গিয়াস উদ্দিন, স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়–য়া ও আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মাহমুদা আক্তার।
সভায় চিকিৎসক-নার্স-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, যে নারী যত অধিক বয়সে মা হবেন, তাঁর ডাউন শিশু হওয়ার আশঙ্কাও তত বেশি বাড়ে। পরিবেশ দূষণ, গর্ভবতী মায়ের খাদ্যে ভেজাল ও কোনো মায়ের আগে একটি ডাউন শিশু থাকলে পরেও ডাউন শিশু হওয়ার ঝুঁকি বাড়ে। প্রসাধনী গ্রহণ ও তেজস্ক্রিয়তা ইত্যাদি কারণেও ডাউন শিশু জন্ম হতে পারে। অনেক সময় মা-বাবা ত্রæটিযুক্ত ক্রোমোজোমের বাহক হলে ডাউন শিশু জন্মাতে পারে। এ ব্যাপাওে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.