ডেস্ক রিপোর্টঃ এসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর (অর্থ সচিব) হিসেবে নির্বাচিত হলেন সাংবাদিক, মানবাধিকার সংগঠক,তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আবদুল কাদের রাজু। গত ২১/০৩/২২ ইং তারিখে তাকে এই পদে নির্বাচিত করা হয়। আব্দুল কাদের রাজু আগামী ২১/০৩/২৩ ইং তারিখ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন।তাকে এই পদে নির্বাচিত করায় তিনি জেলা ১০২৪ চট্টগ্রাম গভর্নর সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন যেন আগামীতে এই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারেন।
আব্দুল কাদের রাজু সময়ের নিউজকে বলেন, আমি মানুষের ভালোবাসা এবং দোয়ায় আজ এতটুকু আমার পথ চলা। যখন যতটুকু নিজের পক্ষে সম্ভব হয়েছে সবসময় চেষ্টা করেছি অসহায়, কষ্টে থাকা মানুষ গুলোর পাশে থাকার। ইন-শা-আল্লাহ, যতদিন বেছে থাকি মানুষের পাশে থাকার চেষ্টা করবো। মানুষের উপকার করার মাঝে আত্ম-তৃপ্তি এবং বিশালতা অনেক। আমি সবাইকে বলবো সবাই যেন সবসময় তার আশেপাশের কষ্টে থাকা মানুষ গুলোকে সহযোগিতা করে।
উল্লেখ্য আব্দুল কাদের রাজু পূর্বে বিভিন্ন সময়ে সামাজিক সংগঠন সহ সাংবাদিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.