প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম হতে নির্মিত হল সচেতনতামূলক তথ্যচিত্র ‘জীবন’। গত শুক্রবার (১৮ মার্চ) চট্টগ্রাম সিটির একটি মনোরোম লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়। একটি ভিন্নধর্মী গল্পে নির্মিত হয়েছে ‘জীবন’। আমাদের জীবন বাঁচাতে গাছ একটি অপরিহার্য্য উপাদান। গাছের কোন বিকল্প নেই। এ মূল প্রতিপাদ্যকে তুলে ধরতে গিয়ে মাত্র তিন থেকে পাঁচ মিনিটে নির্মাতা আমাদের এ পুরুষশাসিত সমাজে নারীরা যে জন্মের পর হতেই অবহেলিত, সেই ধ্যান-ধারনার বাইরে এসে মূল প্রতিপাদ্যের সাথে গল্পের অসাধারণ সমন্বয় ঘটিয়েছেন; যা সত্যিই প্রসংসার দাবিদার। তথ্যচিত্রটির চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক আফরোজা দিনা। তথ্যচিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অলোক ঘোষ পিন্টু, আশরাফুল করিম সৌরভ, মোহাম্মদ নাছির উদ্দিন, মোশারফ ভূঁইয়া পলাশ, সৈয়দ বছির মিয়া, জানে আলম টিটু, এসএম নাজমুল কবির খাঁন, পারভেজ চৌধুরী, ময়মুনা আমিন ঐর্শী, শাহিন আলম, সৌহার্দ্য বড়ুয়া প্রিয়, জব্বার। অচিরেই টিভি চ্যানেলসহ বিভিন্ন মিডিয়াতে তথ্যচিত্র ‘জীবন’ সম্প্রচার হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.