সাতক্ষীরা প্রতিনিধি: সিআইডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় এক তরুণকে আটক করেছে পাটকেলঘাটা পুলিশ । সোমবার (২১ মার্চ) রাত ৮টার দিকে সাতক্ষীরার ত্রিশ মাইল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আসাদুল ইসলাম রুবেল (২৪) সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।পাটকেলঘাটা থানার সহকারী উপ-পরিদর্শক নারায়ন চন্দ্র মন্ডল বলেন, ত্রিশ মাইল এলাকায় স্থানীয়দের সঙ্গে সিআইডি পুলিশ পরিচয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ওই তরুণ। এক পর্যায়ে সে তার কাছে থাকা পুলিশের ওয়াকিটকি বের করে। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।স্থানীয় বাসিন্দারা জানায়, রুবেল পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে। সে জেলার বাইরে বেশ কয়েকবার জনতার হাতে গণধোলাই খেয়ে পুলিশের হাতে আটক হয়। বর্তমানে তার বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় জানান, রুবেল নামে এক ভূয়া পুলিশকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি ওয়াটকি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.