ভোলা প্রতিনিধি : ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুরআন খতম ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন এর মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শুরু হয়। পড়ে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিল্পকলা একাডেমির হলরুমে সন্ত্রাস,জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সমস্যা নিরসনকল্পে জেলা পর্যায়ে মসজিদের ইমাম,খতিব,আলেম এবং ওলামাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ভোলা এর উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির এর সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক - ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, ইসলামিক ফাউন্ডেশন এর ট্রেইনার মোঃ রিয়াজউদ্দিন কাশেমী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.