পিরোজপুর প্রতিনিধি : ২২ মার্চ ২০২২ পিরোজপুরের ইন্দুরকানীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার বাচ্চু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. লতিফ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল প্রমুখ। সমাবেশে জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সমাবেশ শুরুর আগে রোড শো করে জেলা থেকে মুক্তিযোদ্ধারা সমাবেশস্থলে হাজির হন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.