সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর নবগঠিত উপজেলার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী সমাজ সেবার দারক বলিষ্ঠ নেতৃত্ব, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন তালুকদার, জনতার ভালবাসায় নির্বাচনি মাঠে নামছেন বলে স্হানীয় নেতৃবৃন্দকে আশ্বাস দিয়েছেন । গত বৃহস্পতিবার মধ্যনগর বাজার জগন্নাথ জিউর আশ্রমে ৮২ গ্রাম সমন্বিত হিন্দু ধর্ম লম্বী সংকির্তন অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী হবেন বলে ঘোষণা দেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর বিশ্বাসী সৈনিক হিসেবে রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের সুখে- দুখে পাশে থেকে এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজের অংশ গ্রহন করে আসছি। এলাকার জনগণ আমকে ভালবাসে, যার ফলে আমি আমার জীবনের সবটুকু সময় মানুষের কল্যাণের জন্য সময় দিয়েছি। তাই দলিয় হাইকমান্ডের বিবেচনার আশা রাখছি এবং আমি আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী। আমি আশাবাদী বঙ্গবন্ধু কন্যা বাংলার অভিভাবক শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিবেন। সেই সাথে এলাকার সকল শ্রেনীর মানুষের দোয়া ও আশির্বাদ কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.