প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৬:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২২, ৪:১৩ অপরাহ্ণ
বধূ-বন্ধন

বধূ-বন্ধন
-হাফিজুর রহমান
বধূ তোরে কী-করে ভালো না বাসি বল্?
রাগ করেছিস বহুবার, করেছিস অভিমান
তবুও - কখনও করিসনি ছল্!
যে পথে হাঁটার সাহস পাইনি
গন্তব্যে - নিয়ে গিয়েছিস সেই পথে -
হাত ধরে বলেছিস সাহস করে
চল্-রে এবার চল্।
বধূ, তোরে কী-করে ভালো না বাসি বল্?
নালিশের ভাষণে, এখনও আমার সকাল হয়
কর্মগুলোর - জাগিয়ে দিস বল!
ছড়িয়ে-ছিটিয়ে থাকা সমস্ত ঘরের
কুড়িয়ে জড়ো করে দিচ্ছিস স্বপ্নগুলো
কষ্টগুলো কেড়ে নিয়ে আমার
মুছে দিস্ - চোখের জল।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.