প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২২, ১:৫০ অপরাহ্ণ
সরাইলে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনে আলোচনা সভা

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৪ মার্চ বৃহস্পতিবার সকালে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড. নাজমুল হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা ভাইস- চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল,উপজেলা এলজিইডি উপসহকারী প্রকৌশলী মো.মাকসুদুর রহমান মজুমদার, উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী মো.মুকবুল হোসেন, সরাইল থানা এসআই মো.জসিম, উপজেলা পল্লী উন্নয়ন ব্যাংক কর্মকর্তা রঞ্জন ভৌমিক, আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.