ডেস্ক রিপোর্ট : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এসএসসি-৯৪ চট্টগ্রামের উদ্যোগে দিবারাত্রি ফুটবল ফ্যাস্টিবেল, আলোচনা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (২৫ মার্চ) নগরীর হালিশহর পিএইচ আমিন একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
তিনি বলেন, চট্টগ্রাম সব সময় সব কিছুতে এগিয়ে ছিল। মহান স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামের বীর সন্তানদের ভূমিকা চির অবিস্বরণীয়। স্বাধীনতা দিবসে ৯৪-চট্টগ্রাম যে খেলাধূলা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তা অত্যন্ত ভালো দিক। এখনকার যুব সমাজ নানা ধরণের নেশায় নিজেদের সম্পৃক্ততা করে সমাজে ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাড়াচ্ছে। আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধূলার কোনো বিকল্প নেই।
চট্টগ্রাম-৯৪ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক ইস্কান্দর হোসেন শিপলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯৪ এর প্রধান উপদেষ্ঠা শেখ মো. রাশেদ, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক শাহাদাত কামাল সবুজ, নুর জাহান মান্তাশা, মুশফিকুর রহমান, জাহাঙ্গীর আলম, মোরশিদ আলম, মাসুদ পারভেজ, রাশেদুল হক, আনোয়ারা রিনু, শহীদ ইকবাল চৌধরী, মিনহাজ উদ্দীন, নাঈম উদ্দীন মাহমুদ। দিবারাত্রি ফুটবল ফেস্টিভ্যালে চারটি টিম অংশগ্রহণ করেন। তার মধে প্রধথ রাউন্ডে ফ্রেন্ডস ফর এভার ও ফ্রেন্ডস এসসি এবং দ্বিতীয় রাউন্ডে এভারগ্রীন-৯৪ ও ৯৪ গ্লেডিয়েটার্স খেলায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.